প্রতিদিনের কুষ্টিয়া ডেস্ক
পৃথিবীতে যোদ্ধারত অস্তিত্ব!
চেয়ে দেখ তবে মধ্যবিত্ত।
একমাত্র তলোয়ার
একমাত্র হাতিয়ার;
শুধুই তাদের আত্ম-সম্মান।
যার দরুণ পারেনা তারা
সাহায্য দিতে,
যার দরুণ পারেনা তারা
সাহায্য নিতে।
তবে ভাতের অনলে নয়
পুড়তে হয় অনবরত,
কিছু স্বপ্ন, কিছু না-পাওয়া আশায়।
মধ্যবিত্ত পরিবারের পিতার
শেষ বয়স অবধিও হাড়-ভাঙা খাটুনি,
কোথায় মিলবে শান্তির শ্বাস অবিরাম?
সে স্বপ্ন দেখতে তবুও রাজি নন তিনি।
মধ্যবিত্ত পরিবারের মাতা
দিন শেষে রাত জেগে,
ছাড়ে শুধু দীর্ঘশ্বাস;
দুঃশ্চিন্তা পিছু ছাড়েনা
এ কেমন জগত-সংসার?
মধ্যবিত্ত পরিবারের ছেলে
ভয় পায় বড় স্বপ্ন দেখতে,
লজ্জা করে আশা বাঁধতে;
তবুও সে ভেবে যায়
বড় তাকে হতেই হবে,
এ সংসার-মায়ায়!
মধ্যবিত্ত পরিবারের মেয়ে
বিয়ের বয়স হতে না-হতেই,
চোখে-মুখে বয়সের ছাপ!
সমাজের লোক বলে,
পরিবারের বোঝা স্বরূপ;
নিজেকে আজকাল বড্ড বেশি ভারী লাগে।
তবুও স্বপ্ন পিছু ছাড়েনা
হবেই হবে জয়,
আঁধার পেড়িয়ে আলো ফুটবে
সেই আশাতে মন রয়।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)