মাসুম বিল্লাহ, মনিরামপুর প্রতিনিধি
মনিরামপুরে ভবদহ সংলগ্ন কুলটিয়া এলাকার মৎস্য ঘের যেকোনো সময় তলিয়ে যেতে পারে। সরেজমিনে দেখা যায় যে ঘেরের বাঁধ ডুবুডুবু ভাব। ঘের ব্যবসায়ী মহিষদহ গ্রামের ভক্ত রায় (৫৪) বলেন এবছর বন্যার সম্ভাবনা থাকায় আমরা ব্যাবসায়িরা চিন্তিত। মাছের দাম দিন দিন কমে যাচ্ছে তার উপর আবার বন্যার পূর্বভাস। সব মিলিয়ে ঘের মালিকরা বিপাকে আছে।মনিরামপুরে মৎস ঘের মালিকেরা বিপাকে।
Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০
protidinerkushtia.com | faroque