সিনিয়র করেসপন্ডেন্ট
কুষ্টিয়ার মিরপুরের বহল বাড়িয়ায় মিরপুর উপজেলা আওয়ামীলিগের সভাপতি আলহ্বাজ এ্যাডভোকেট আব্দুল হালিমের নেতৃত্বে করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
বহল বাড়িয়া ইউনিয়ন করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিম
গতকাল বহল বাড়িয়া ইউনিয়ন আওয়ামীলিগ কার্যালয়ে ৩০ সদস্য বিশিষ্ট এই টিম গঠন করা হয়েছে। করোনাকালে সাধারণ জনতার পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়েই এই স্বেচ্ছাসেবক টিমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামীলিগের সভাপতি আলহ্বাজ এ্যডভোকেট আব্দুল হালিম, এছাড়াও উপস্থিত ছিলেন বহল বাড়িয়া ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি নজরুল ইসলাম মানিক, বহল বাড়িয়া ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদুল, ২ নং বহল বাড়িয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাফুজুর রহমান শাওন , কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুফান বিল্লা , মিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান শুভ সহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন ,এখন রাজনীতির সময় নয়, এখন সাধারন জনতার পাশে থাকার সময় তাই আমাদের সকল কে সাধারণ জনতার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
Posted ২:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ০২ আগস্ট ২০২১
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)