হিরক খান, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে সম্প্রসারিত স্কুল ভবনের উদ্বোধন
মেহেরপুরের গাংনীর লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান ও বিদ্যালয়ের সভাপতি ডাঃ শহিদুল ইসলাম, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেছসহ স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
protidinerkushtia.com | editor