মোঃ রাকিবুল ইসলাম
মেহেরপুরের গাংনীতে সোহেল আহমেদ চেয়ারম্যান এর উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়।
মুজিব বর্ষের আহবান, ৩টি করে গাছ লাগান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনী উপজেলার ০৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ মটমুড়া ইউনিটকে ফলজ,বনজ ও ঔষধি ১২’শ গাছের চারা তুলে দেন জনাব সোহেল আহমেদ চেয়ারম্যান।
আজ বুধবার দুপুর ১টার সময় গাংনী উপজেলার ০৫ নং মটমুড়া ইউনিয়নের আয়োজনে বৃক্ষরোপণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোহেল আহমেদ চেয়ারম্যান জানান পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এর বিকল্প নেই। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সকলকে উদ্যোগী হয়ে বাড়ির আশেপাশে রাস্তার ধারে কোথাও খোলা জায়গা থাকলে সেখানে গাছ লাগানো উচিত। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের বিভিন্ন অঞ্চলে চারা গাছ বিতরণ চলছে এছাড়া এর বাইরে যদি কারও সামর্থ্য থাকে তাহলে অবশ্যই গাছ লাগাতে হবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,০৫নং মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সোহেল আহমেদ,ইউনিয়ন সমন্নয়কারী সাধন কুমার,ইউনিয়ন ভিডিটি ফোরামের সভাপতি হাসান আলী,ইউনিয়ন ইয়ূথ উপদেষ্টা মুকুল চৌধুরী,ইয়ূথ টিম লিডার,হাসানুজ্জামান,বাদশা,আবির,বিথী প্রমূখ।
Posted ১১:০৭ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)