সিনেপাড়াসহ ভক্ত-অনুরাগীদের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনার বিষয় ছিল, আলোচিত হিরো আলমকে নিয়ে নতুন সিনেমা বানাবেন জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল।
কয়েকদিন আগে নতুন সিনেমা প্রযোজনা করার ঘোষণা দেন অনন্ত জলিল। এ সিনেমায় হিরো আলম চুক্তিবদ্ধ হয়েছেন। শুধু তাই নয়, তাকে ৫০ হাজার টাকা সাইনিং মানি দিয়েছেন অনন্ত।
এদিকে সম্প্রতি অনন্ত জলিলের মধ্যস্ততায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে হিরো আলমের বিবাদ মিটিয়ে দেয়ার পর বিষয়টি সিনেপ্রেমীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দেয়।
কিন্তু ওই ঘটনার মাত্র ৫ দিন যেতেই হিরো আলমের ওপর ক্ষেপে গেলেন অনন্ত। তার নতুন সিনেমা থেকে হিরো আলমকে বাদ দিয়েছেন।
হিরো আলম বির্তকিত ব্যক্তিত্ব বলে তাকে সিনেমায় নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন অনন্ত। পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হিরো আলম তার মর্যাদা বোঝেননি।
বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে অনন্ত এসব কথা বলেন। তার সেই স্ট্যাটাস পাঠকের উদ্দেশে দেয়া হলো –
‘আমি হিরো আলমকে নিয়ে কোনো সিনেমা বানাব না এবং পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি ফেরৎ নিব না !
সিংহভাগ বিনোদন সাংবাদিকরা এবং চলচ্চিত্র পরিবারের সব গুণীজনরা হিরো আলমকে নিয়ে সিনেমা বানানোর আপত্তি জানাচ্ছেন।
রিসেন্টলি তার কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সবাই আবারও আমাকে নিষেধ করছেন, তাকে নিয়ে যেন সিনেমা না বানাই।
Posted ২:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor