আজ তাসনুভা ইয়াসমিন রুশনী'র শুভ জন্মদিন।
দৌলতপুর উপজেলা সহ সকল জেলায় যেকোনো মুহুর্তে বিপদে-আপদে ছুটে চলা এক অকুতোভয় নারী যার নাম তাসনুভা ইয়াসমিন রুশনী।
কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করতে। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে।
পঙ্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মন হয়না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারন মানুষ তাসনুভা ইয়াসমিন রুশনী।
আজ সোমবার সকলের সুপ্রিয় তাসনুভা ইয়াসমিন রুশনী’র শুভ জন্মদিন। ব্যক্তিগত জীবনে তিনি সবার সুখে-দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করেন সকলে।
আজ ২৬ ই এপ্রিল প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় আসছেন সকলের প্রিয় তাসনুভা ইয়াসমিন রুশনী জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ বন্ধু-বান্ধবী, ছোট ভাই-বোন, আর শুভাকাক্সক্ষীদের দখলে। এ যেনো ঈদের মিলন মেলা। আসলেই তো ঈদ।
কারণ বন্ধু-বান্ধবী, ছোট ভাই-বোন, আর শুভাকাক্সক্ষীদের কাছে তাসনুভা ইয়াসমিন রুশনী জন্মদিন মানেই বিশেষ কিছু, যা আসে প্রতি বছরে মাত্র একবার। এইদিনে আনন্দ উল্লাস না করলে কি হয়? চলুন দেখে নেয়া যাক তাসনুভা ইয়াসমিন রুশনী এর শুভ জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কি হচ্ছে:
খালিদ হাসান রিংকু নামের একজন লিখেছেন, শুভ জন্মদিন প্রিয় ছোট আপু, সারাজীবন এই হাসি মাখা মুখটি দেখতে চাই। নিরন্তন ভালোবাসা ও শুভেচ্ছা রইলো প্রিয় আপু ।
আসাদুজ্জামান আসাদ তার ফেসবুক ¯ট্যাটাসে লিখেছেন, শুভ জন্মদিন ভালোবাসা এবং শুভ কামনা সবসময় তোমার জন্য। আপনার আগামী দিনগুলো সুখের হোক।
এছাড়াও অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
Posted ২:১১ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ এপ্রিল ২০২১
protidinerkushtia.com | editor