শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

সরকার ও দেশের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে : প্রধানমন্ত্রী

মোঃ শামীম আশরাফ

সরকার ও দেশের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে : প্রধানমন্ত্রী

সরকার ও দেশের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে : প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পুলিশ সব সময় মানুষের পাশে আছে। যে কোনো দুর্যোগে পুলিশ পাশে থাকে। পাশাপাশি মনুষ্যসৃষ্ট দুর্যোগেও পুলিশ ভূমিকা রাখে। মানুষের জানমাল বাঁচাবার জন্য নিজের জীবনকেও উৎসর্গ করে। যেকোনো ঝুঁকি নিতে পিছপা হয় না। এটাই হচ্ছে পুলিশের বড় কাজ যা পুলিশ দক্ষতার সঙ্গে করে যাচ্ছে।’
‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৩। এর উদ্বোধন অনুষ্ঠানে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজারবাগ পুলিশ প্যারেড মাঠে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণে দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস যেনো অক্ষুন্ন থাকে, সে ব্যাপারে সজাগ থাকতে বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চতুর্থবারের মতো ক্ষমতায় থাকায় দেশের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে তাণ্ডব-অগ্নিসন্ত্রাসে প্রায় সাড়ে তিন হাজারের মতো মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল। ৫০০ মানুষ মৃত্যুবরণ করে। যেখানে ২৯ জন পুলিশ সদস্য নিহত হয় দগ্ধ হয়ে, আহত হন অনেকে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিএনপি, জামায়াত-শিবিররা যেভাবে হত্যা করেছে প্রকাশ্যে দিবালোকে, এভাবে পুলিশের গায়ে কখনও কেউ হাত দেয়! তা কখনও দেখা যায় না। যদিও তা বাংলাদেশে ঘটেছে। এছাড়া সাড়ে ৩ হাজার বাস-ট্রাক, ১৯টি ট্রেন, ১১টি লঞ্চ পুড়িয়ে ধ্বংস করে। ৭০টি সরকারি ও ৬ ভূমি অফিস পুড়িয়ে দেয়। সে সময় পুলিশের সদস্যরা জীবন বাজি রেখে এই রকম ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে রুখে দিয়ে জনগণের নিরাপত্তা দিয়েছেন। দুর্ভাগ্য হলো, অনেক পুলিশ সদস্য আগুনে দগ্ধ হয়ে বেঁচে আছেন। বাংলাদেশে এ ধরনের অগ্নিসন্ত্রাসের ঘটনা যেন আর না ঘটে

Facebook Comments Box


Posted ১:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!