
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভায় স্বাস্থ্যবিধি ও নিরাপদ দুরুত্ব মেনে বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ৯ টি ওর্য়াডের ৩৩৫ জনের মাঝে এসব ভাতার টাকা প্রদান করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান,মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে ও এমপি শিবলী সাদিকের সহায়তায় নিরাপদ দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে হাকিমপুর পৌরসভার অন্তরভুক্ত ৩৩৫ জনের মাঝে বিধবা,বয়স্ক ও প্রতিবন্ধীর ভাতা প্রদান করা হয়েছে।