মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের ০১ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করেছে সদর থানা পুলিশ। আজ রবিবার রাতে তাদের আটক করে। আটককৃতরা হলো মেহেরপুর গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে বিপ্লব হোসেন(৩৬),কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাড়ারা গ্রামের লিটন প্রামানিকের স্ত্রী মিনা খাতুন(৩৫)।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দ্বারা খান প্রতিদিনের কুষ্টিয়া নিউজকে জানান মেহেরপুর সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাছে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিক, এসআই হারুন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে১কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ বিপ্লব ও মিরা খাতুন কে আটক করে সদর থানা পুলিশ।আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
Posted ৫:১২ অপরাহ্ণ | রবিবার, ২৯ নভেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)