হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার ২৭শে আগস্ট সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক মহোদয়, চুয়াডাঙ্গা এর তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ এর নেতৃত্বে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, চিতলা এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জুড়ানপুর বাজারে মেসার্স সাইদুর বিশ্বাস ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১,৫২ ধারায় ২,০০০/- টাকা, মেসার্স বকুল ট্রেডার্সকে ৩৮, ৫২ ধারায় ২,০০০/- টাকা এবং মেসার্স মোল্লা ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং সবাইকে মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ, বিক্রয় রশিদ প্রদান ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয় না করার জন্য পরামর্শ দেয়া হয়।
অভিযানে ০৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯,০০০/- টাকা জরিমানা করা হয়।
নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)