কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সবোর্চ্চ সংখ্যক পরিবার নিয়ে গঠিত Click-Saim Photography পেইজের landscape Photographer সানভি আহম্মেদ সাইম এর শুভ জন্মদিন আজ।
সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর। ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন, রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক তোমার জীবন । দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে । প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে পরিপূর্ণ থাকুক ! আজকের দিনটা প্রানখুলে উপভোগ কর ..শুভ জন্মদিন !
প্রতিদিন কুষ্টিয়া নিউজের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা রইল।
Posted ৩:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor