ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক বাবুল আক্তার লাল্টু, বিহঙ্গের সাধারন সম্পাদক শাহিনুর রহমান লিটন, সুরনিকেতন সংঙ্গীত একডেমির সভাপতি জাকির হাসান রুমী, স্বাধীনতা সাংস্কৃতিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শিপন আহম্মেদ, জেলা মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাংস্কৃতিক কর্মী উম্মে সালমা ও সাংবাদিক এম এ জলিলসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে নোংরা রাজনীতি করছে ধর্মের অপব্যাখ্যাকারি ফতোয়াবাজরা। এদেরকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
Posted ১১:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)