আজ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিলিপনগর নবারণ সংঘ ক্লাব বনাম সিরাজগঞ্জ ফুটবল একাদশ এর মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের, সাংসদ সদস্য আঃ কাঃ ম সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আলী, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মহি,মরিচা ইউনিয়ন চেয়ারম্যান জনাব শাহ আলমগীর,চিলমারী ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ আহমেদ, দৌলতপুর ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক সর্দার,ফিলিপনগর মরিচা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) মতিউর রহমান(টুকন) স্থানীয় সুধীজন।খেলায় আলোচনা অনুষ্ঠানটির সভাপতি হিসেবে ছিলেন ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান শ্রদ্ধেয় ফজলুল হক কবিরাজ।
খেলার ফলাফল ফিলিপনগর নবারণ সংঘ ক্লাব ০৩- সিরাজগঞ্জ ফুটবল একাদশ -০, খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড়কে মাননীয় এমপি মহাদয় পুরুষ্কার প্রদান করেন।
Posted ২:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
protidinerkushtia.com | editor