ইবি প্রতিনিধি
শিক্ষার্থীদেরকে তরুণ উদ্যেক্তা হিসেবে গড়ে তুলতে যাত্রা শুরু করেছে “ক্যাম্পাসিয়ান ইন্ট্রিপ্রেনিয়ার এসোসিয়েশন”। দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত ২৯ জন শিক্ষার্থীদের নিয়ে প্রাথমিক ভাবে যাত্রা শুরু করেছে সংগঠনটি।
এতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শাহিনুর পাশা ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা মেডিকেল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তুবা তুনাজজিনা রিদিতা মনোনীত হয়েছেন।
এছাড়াও সংগঠনে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি মেহেরাজ খান মোনা, সাইফুল্লাহ নোমান, সামজিদ হোসেন সোহান, এস এম শফিউল আলম শাওন, জুনায়েদ আহমেদ ও সাকিলা হক। যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিরাজ শরীফ, আব্দুল বাছির জুয়েল ও সায়মা ইসলাম। সাংগনিক সম্পাদক সাইফুল ইসলাম, মাহবুব রহমান ও জান্নাতুল ফেরদাউস তামান্না ও খাদিজা পারভীন সোহানা। অর্থ সম্পাদক আছিয়া আক্তার, দপ্তর সম্পাদক জুলফিকার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈকত আচার্য্য, তথ্য সম্পাদক রাকিবুল ইসলাম।
এছাড়াও রয়েছেন জয়িতা চক্রবর্তী, মাসকুরা জান্নাত মীম, জান্নাতুন নাইমা তামান্না, আয়েশা স্বর্ণা, ফারহানা মমি, সাদিয়া আফরিন জেমি, মউজ উদ্দিন, মোহাম্মাদ হেলাল, সুমন ও আকিব জাবেদ প্রমুখ।
এবিষয়ে সংগঠনের সভাপতি শাহিনুর রহমান পাশা বলেন, ‘একটি দেশ উন্নতির জন্য তরুণ উদ্যোক্তাদের ভুমিকা অপরিসীম। কারণ সরকারের পক্ষে শতভাগ চাকুরী নিশ্চিত সম্ভব না। তাই শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিতে “ক্যাম্পাসিয়ান ইন্ট্রিপ্রেনিয়ার এসোসিয়েশন”র প্রকাশ ঘটিয়েছি। এটি দেশর অার্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের দেশিয় হাতে তৈরি পণ্যের প্রশিক্ষণ দিয়ে প্রাথমিক অবস্থায় একটা প্লাটফর্ম তৈরী করে দিতে কাজ করবে।’
Posted ৮:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
protidinerkushtia.com | Md Golam Kibria (Jibon)