দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে ।
সোমবার (২৭ জুলাই)সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দৌলতপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটার, আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,এ্যাড.আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ্ এমপি (৭৫ কুষ্টিয়া -১ দৌলতপুর সংসদ সদস্য) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, ছিলেন, জনাব এ্যাড. এজাজ আহমেদ মামুন (দৌলতপুর উপজেলা চেয়ারম্যান)
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, মোঃ জহুরুল আলম ও মোঃ আনিছুর রহমান সাগর (যুগ্ন – আহবায়ক, সেচ্ছাসেবকলীগ দৌলতপুর উপজেলা শাখা
এছড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবগীল, ছাত্রলীগ ‘সহ দলীয় সকল কর্মী ও নেতৃবৃন্দ।
২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অন্যান্য বছরের মতো ব্যাপক আয়োজন না থাকলেও এবছর করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে এটি উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোঃ শাহ্ আলমগীর (আহবায়ক, সেচ্ছাসেবকলীগ, দৌলতপুর উপজেলা শাখা)
দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সামনের বছর বড় পরিসরে আবারো স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বঙ্গবন্ধুর আওয়ামী সংগঠন দৃঢ়ভাবে সামনের দিকে নিয়ে দেশের সেবা ও উন্নতি করতে পারবে বলে সকল কর্মী ও নেতাদের আশা। এজন্য সকল নেতাকর্মীবৃন্দ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Posted ১২:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২০
protidinerkushtia.com | editor