
ফিলিপনগর ইউনিয়নের মেধাবী মুখ মোঃ কামাল হোসেন
এই বছর Dhaka University of Engineering & Technology (DUET) বিশ্ববিদ্যালয়ে Industrial Production Engineering (IPE) বিভাগে চান্স পেয়েছে ফিলিপনগর ইউনিয়নের মেধাবী মুখ মোঃ কামাল হোসেন। মোঃ কামাল হোসেনের পিতা মরহুম রহিম সর্দার, মাতা মোছাঃ পরীমন নেছা। পিএসএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কুষ্টিয়া পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করেন। ডুয়েটে চান্স পাওয়ার খবরে এলাকা বাসি অনেক আনন্দিত। কৃষক ঘরের সন্তান কামাল ছোট বেলা থেকেই লেখাপড়ার অনেক আগ্রহী ছিল। বাবার মৃত্যুর পর অল্প বয়সী বড়ভাই মোঃ জামাল হোসেন এর সার্বিক সহযোগিতায় কামাল এর লেখাপড়া চলে। কামাল এর চান্স পাওয়াতে তাঁর চাচা আওয়ামীলীগ নেতা ও পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইসাহক আলী বিএসসি আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন আল্লাহতালার রহমত ও কামালের কঠোর পরিশ্রমে এর এই সাফল্য । অভাব-অনটনের মাঝেও অনেক কষ্ট করে লেখাপড়া চালিয়ে গিয়েছে। কামাল হোসেন নম্র,ভদ্র ও অত্যন্ত বিনয়ী ছেলে। তাঁর বাড়ি দক্ষিণ পশ্চিম ফিলিপনগর সর্দার পাড়ায়। মোঃ কামাল হোসেন এর উজ্জ্বল ভবিষ্যত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।