শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবী জানালেন জি এম কাদের।

রাজু আহাম্মেদ, কুষ্টিয়া

শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবী জানালেন জি এম কাদের।
শতভাগ উৎসব ভাতাসহ এমপিওভুক্ত শিক্ষকদের কে সরকারি শিক্ষকদের মতো সুযোগ-সুবিধা দেয়ার দাবি জানিয়ে জাতীয় সংসদে বক্তব্য উপস্থাপন করেন মাননীয় সংসদ সদস্য জনাব, জি এম কাদের এমপি।
আজ ২৯ জুন,২০২১, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে মহান জাতীয় সংসদে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাসহ,  এমপিওভুক্ত শিক্ষকদেরকে সরকারি শিক্ষকদের মতো সকল সুযোগ-সুবিধা দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি।
তিনি মাননীয় প্রধানমন্ত্রী কে জানান, শিক্ষা ব্যবস্থায় অনেক বৈষম্য আছে। বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
এমপিওভুক্ত শিক্ষক রা ২৫% উৎসব ভাতা পায়, এমপিওভুক্ত শিক্ষকের শতভাগ উৎসব ভাতা দেওয়ার জন্য জোর দাবি করেন। এছাড়া বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা অতি নগন্য, এগুলো সরকারি নিয়মে প্রদান করার জন্য যুক্তিসহ দাবী তুলে ধরেন। এর আগে, শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি এবং বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদের পক্ষ থেকে তাঁকে স্মারকলিপি দেয়া হয়েছিল।
শিক্ষকদের দাবী জাতীয় সংসদে উপস্থাপন করায় সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আনন্দিত। শিক্ষকদের দাবী গুলো পুরন হবে বলে শিক্ষকরা আশা ব্যক্ত করেন।
পরিশেষে, শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি ও বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ এর পক্ষ থেকে মাননীয় সাংসদকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
Facebook Comments Box


Posted ১:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!