সৎ, যোগ্য প্রার্থী হিসেবে পছন্দের শীর্ষে আওয়ামীলীগ নেতা মোঃ ইসাহক আলী বিএসসি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সারাদেশের ন্যায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন দলের নেতা কর্মীরা চেয়ারম্যান ও মেম্বার পদে নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন আটঘাট বেধে। নির্বাচনে দলীয় সমর্থন পেতে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে দৌড়ঝাপ শুরু করেছে। তাই এ নিয়ে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। গরিব ও অসহায়দের জন্য যিনি কাজ করবেন তাঁকেই প্রার্থী হিসেবে দেখতে চান ফিলিপনগরবাসী। সৎ ও যোগ্য প্রার্থীকে নমিনেশন দেওয়া হলে দল মত নির্বিশেষে ভোট দেবেন এবং আগামী দিনের ফিলিপনগরের জনপ্রতিনিধি মনোনীত করবেন বলে সকলের অভিব্যক্তি প্রকাশ করেন। ফিলিপনগর ইউনিয়নের নানা শ্রেণি ও পেশার ভোটারের সঙ্গে কথা বলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে তাঁদের এসব প্রতিক্রিয়া জানা গেছে।
দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের হিসাব-নিকাশ ততই ওলট-পালট হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের কথাবার্তায় সতর্ক হয়ে উঠছেন। তাঁরা নানা দৃষ্টিকোণ থেকে তাঁদের প্রত্যাশার কথা, কর্মপরিকল্পনা জানাচ্ছেন। চলমান চেয়ারম্যানের সাথে নতুন মুখ হিসেবে অনেকেই নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এদিকে সৎ, যোগ্য প্রার্থী হিসেবে সকলের মন জয় করে চলেছেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইসাহক আলী (বি.এস.সি)। স্থানীয় ইউপি নির্বাচন বিষয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মাসুদ রানা বিএসসি বলেন-‘আমাদের ফিলিপনগর ইউনিয়ন শিক্ষিত ও অনেক গুনী ব্যক্তির আবাসস্থল। কিন্তু যে কোন কারণ বশত আমরা আমাদের জনপ্রতিনিধি হিসেবে সৎ, যোগ্য, শিক্ষিত ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে পাই নি যিনি সকলের সাথে মিশে সকলের সহযোগিতায় একটি মডেল ইউনিয়ন হিসেবে সারা বাংলাদেশে ফিলিপনগর কে আলোকিত করবে। তবে এইবার আমাদের সকলের প্রিয় জননেতা সরওয়ার জাহান বাদশাহ্ চাচা এমপি নির্বাচিত হওয়ায় আমার মত পুরো ফিলিপনগর বাসী আশাবাদী আমরা জনপ্রতিনিধি একজন সৎ, যোগ্য, শিক্ষিত, শিক্ষানুরাগী ব্যক্তি পাব। সেই হিসেবে আমাদের সকলের শ্রদ্ধাভাজন মোঃ ইসাহক আলী বিএসসি অনেক এগিয়ে আছেন, তিনি নীরবে সমাজের উন্নয়নে কাজ করেছেন। পূর্ব ফিলিপনগরের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক বলেন-‘আমরা আশাবাদী আমাদের সাংসদ মহোদয় আমাদের ইউনিয়নে যোগ্য প্রার্থীকেই নৌকা দিবেন, যিনি সৎ, শিক্ষিত, যোগ্য তিনিই আমাদের প্রতিনিধি হবেন, পুর্বের ন্যায় অযোগ্য, অসামাজিক ব্যক্তিকে আমরা চাই না’। নির্বাচন বিষয়ে মোঃ ইসাহক আলী (বি.এস.সি) বলেন, ফিলিপনগর ইউনিয়নের বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসা, গোরস্থান, ঈদগাহ, এর প্রতিনিধি হিসেবে সন্মানের সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি। সর্বনাশা পদ্মার ভাঙ্গনে ভিটে মাটি হারা মানুষের অনাহারে অর্ধাহারে থাকার করুণ দৃশ্য দেখে খেটে খাওয়া শ্রমজীবীদের কাজের নিশ্চয়তা প্রদানে বর্তমান সাংসদ এ্যাড.আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্ এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে নীজ এলাকায় নাসির বিড়ি ও আকিজ বিড়ি ফ্যাক্টরী তৈরীতে মালিক পক্ষের কাছে বার বার ধর্না ধরেছি শুধু এলাকার শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে মুক্তিযোদ্ধাদের নানা ভাবে সহযোগীতা করেছেন। ছোটকাল থেকেই দেখছি আমার পরিবার সমাজে সেবামূলক কাজে সাথে সক্রিয় আছে। মানুষের মধ্যে নিজেকে সর্বদাই সেবার ব্রত নিয়ে তাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। তাই এলাকার সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠি। এর ফলে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের জনগণ আমাকে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তাগিদ দিয়ে আসছেন। সাধারণ মানুষের আগ্রহ বেড়ে গেছে আমাকে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখার জন্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি দীর্ঘদিন এই ইউনিয়নের জনগণের কাছাকাছি থেকে সেবা করার সুযোগ হয়েছে। আল্লাহ যদি আমাকে ইউপি চেয়ারম্যান হওয়ার সুযোগ দান করেন ইনশাল্লাহ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করে ফিলিপনগর ইউনিয়নকে মডেল হিসেবে গড়তে চাই। তিনি আরো বলেন,জনগণের আস্থা ও বিশ্বাস নিয়ে এলাকার উন্নয়নে সারা জীবন কাজ করে যেতে চাই। আমার জন্য সকলে দোয়া করবেন যেন আমৃত্যু মানুষের খেদমত করে যাতে পারি।
Posted ৮:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১
protidinerkushtia.com | editor