কুষ্টিয়ার দৌলতপুরে ১০৭ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণী উত্তীর্ণ(২০২১ শিক্ষা বর্ষ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে প্রধান শিক্ষক শামীমা খাতুনের উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ। বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে উপদেশমূলক বক্তব্য রাখেন কুষ্টিয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম গেরিলা, সাবেক প্রধান শিক্ষক জামাল উদ্দীন,১০৭ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম মনি, ড. মুহাম্মদ ফজলুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
protidinerkushtia.com | editor