দৌলতপুর উপজেলাতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এক বিশেষ সভার আয়োজন করে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (১৬ অক্টোবর) দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভার মূল বিষয় ছিল দৌলতপুর উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সংগ্রহ করা হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, শরিফ উদ্দিন রিমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ এমপি ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত ৭১ বিশিষ্ট কমিটির সকল সদস্য বৃন্দ।
সভায় সর্বশেষ তথ্য অনুযায়ী দৌলতপুর উপজেলার ১৪ টি ইউনিয়নে সর্ব মোট ১৬৪ জন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী হিসেবে তালিকা জমা দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর।
সাংগঠনিক সূত্রে খবর পাওয়া পর্যন্ত প্রাগপুর ইউনিয়নে
৮ জন মথুরাপুর ইউনিয়নে ১১ জন, ফিলিপনগর ইউনিয়নে ১৪ জন, মরিচ ইউনিয়নে ১৩ জন, হোগলবাড়িয়া ইউনিয়নে ১৩ জন, চিলমারীর ইউনিয়ন ৯ জন, রামকৃষ্ণপুর ইউনিয়নে ৮ জন, আড়িয়া ইউনিয়নে ৮ জন, দৌলতপুর ইউনিয়নে ১৮ জন, পিয়ারপুর ইউনিয়নে ৯ জন, খলিসাকুন্ডি ইউনিয়নে ৭ জন, আদাবাড়িয়া ইউনিয়নে ১২জন, রিফাইতপুর ইউনিয়নে ১৯ জন, এবং বোয়ালিয়া ইউনিয়নে ১৪ জন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন পত্র জমা দেন। যার মধ্যে বিভিন্ন ইউনিয়নে ৬ জন নারী প্রার্থী আবেদন করেছে।
গত (১৪ অক্টোবর) তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা হয় যেখানে যেখানে আগামী ২৮ ই নভেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোট ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আজ ১৬ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন বিক্রি শুরু করেছে এবং ২০ তারিখের মধ্যেই সেই মনোনয়ন জমা দিতে হবে বলে জানা গেছে ।
Posted ১২:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ অক্টোবর ২০২১
protidinerkushtia.com | editor