শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ



সত্যের পথে অবিচল | ২৪ ঘণ্টা বাংলা সংবাদ

দৌলতপুরে মাহিম ফ্যাশান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

দৌলতপুরে মাহিম ফ্যাশান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

কুষ্টিয়ার দৌলতপুরে শুরু হয়েছে মাহিম ফ্যাশান লিঃ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেল ৪টার দিকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর আসনের) সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী ।


এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুখোমুখি হয় রাজশাহী কাটাখালি ফুটবল একাদশ ও হোসেনাবাদ ফুটবল একাদশ।

উদ্বোধনী খেলায় হোসেনাবাদ ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে রাজশাহী কাটাখালি ফুটবল একাদশ বিজয়ী হয়। দুপুর থেকে ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।


খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। এ টুর্নামেন্টে বিভিন্ন জেলার ১৬টি দল অংশ নিবে। আগামী ১৯ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

এসময় হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহিদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আলী আকবর, টুর্নামেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রবিউল ইসলাম।বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলা উদ্দিন আলা সহ অন্যান্যরা।


টুর্নামেন্টটির সার্বিক সহযোগিতা করেন আল্লারদর্গা যুব পরিষদ ।

Facebook Comments Box

Posted ২:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১

protidinerkushtia.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় :

কুষ্টিয়া চোরহাস মোড়, কুষ্টিয়া
ফোনঃ +৮৮ ০১৭৬৩-৮৪৩৫৮৮
ই-মেইল: protidinarkushtia@gmail.com

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে নিবন্ধনের জন্য আবেদনকৃত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
error: Content is protected !!